দেশের বৃহৎ চারটি অপারেটরের বাকী ১৩ হাজার কোটি টাকার বেশি

সোমবার, ২৫ জানুয়ারি ২০২১ | ১:৫৮ অপরাহ্ণ

দেশের বৃহৎ চারটি অপারেটরের বাকী ১৩ হাজার কোটি টাকার বেশি
apps

দেশের বৃহৎ চারটি মোবাইল অপারেটরের কাছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) বকেয়া ১৩ হাজার ২২ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা। অপারেটরগুলো হলো- রবি, গ্রামীণফোন, সিটিসেল (বর্তমানে বন্ধ) এবং রাষ্ট্রায়ত্ত টেলিটক লিমিটেড।

এ অপারেটরগুলোর মধ্যে গ্রামীণফোন ও রবির কাছে বকেয়া অডিট আপত্তি সংক্রান্ত। আর সিটিসেলের বকেয়া উচ্চ আদালত নির্ধারিত এবং টেলিটকের কাছে থ্রিজি তরঙ্গ বরাদ্দ বাবদ পাবে বিটিআরসি।

সোমবার (২৫ জানুয়ারি) সংসদ অধিবেশন চলাকালে শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারে এ উত্তর দেন।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, রবি ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা দিয়েছে। বকেয়া আছে ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা। গ্রামীণফোনের অডিট আপত্তির ১২ হাজার ৫৮৯ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ১৪৯ টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা দিয়েছে। তাদের কাছে বকেয়া রয়েছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। সিটিসেলের কাছে বকেয়া ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের কাছে বকেয়া ১ হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাকী টাকা আদায় নিয়ে টেলিটক বাদে অপর তিন অপরেটরের সঙ্গে মামলা চলছে। অপরদিকে টেলিটকের টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে কিন্তু কোন সাড়া মেলেনি।

Development by: webnewsdesign.com