তারাকান্দায় মধ্যস্বত্বভোগীদের বিবর্তন বার্তা নিয়ে মতবিনিময়

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৪৪ অপরাহ্ণ

তারাকান্দায় মধ্যস্বত্বভোগীদের বিবর্তন বার্তা নিয়ে মতবিনিময়
apps

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জৈব প্রযুক্তিতে উৎপাদিত কৃষি পণ্যের মধ্যস্বত্বভোগীদের বাজারজাত করণ বিষয়ে বিবর্তন বার্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, জন্মলগ্ন থেকেই এ দেশ কৃষির ওপর নির্ভরশীল ছিল,কৃষির ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করত। জীবিকা নির্বাহের কৃষির বৈশিষ্ট্যই ছিল যে এখানে উৎপাদন করা হতো পরিবারের খাদ্যচাহিদা মেটানোর জন্য। কখনো যদি উৎপাদিত পণ্য পারিবারিক চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত থাকত, তবেই তা বাজারে বিক্রি করা হতো। এ ধরনের কৃষিতে কখনই লাভ মুখ্য বিষয় ছিল না। এখানে যন্ত্রপাতির ব্যবহার প্রায় ছিল না বললেই চলে; সার, বীজ এসবের ব্যবহারও ছিল অল্প। চলমান সময়ে কৃষি অন্যান্য শিল্প খাতের মতো বিনিয়োগ নির্ভর খাতে রূপান্তরিত হচ্ছে। উৎপাদন পারিবারিক চাহিদা মিটিয়ে কৃষক এখন কৃষি পণ্য বাজারকরণে উদ্বুদ্ধ। উপজেলা পরিষদ চত্বরে ১৩ ফ্রেরুয়ারী রবিবার বিকালে মতবিনিময় সভায় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএডিসি চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও কৃষক।

Development by: webnewsdesign.com