তদবিরের মাধ্যমে আ’লীগের গুরুত্বপুর্ণ পদে যাকে তাকে বসানো হচ্ছে: ফিরোজ রশীদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ১০:৪১ পূর্বাহ্ণ

তদবিরের মাধ্যমে আ’লীগের গুরুত্বপুর্ণ পদে যাকে তাকে বসানো হচ্ছে: ফিরোজ রশীদ
apps

যাচাই না করেই আওয়ামী লীগের গুরুত্বপুর্ণ পদে অনেককে তদবিরের মাধ্যমে বসিয়ে দেয়া হচ্ছে বলে সরকার দলের প্রতি সংসদে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশীদ।

গতকাল রোববার মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, আজকে এত সমর্থন আওয়ামী লীগের। সবখানে আওয়ামী লীগ। আমাদের ভয় লাগে- কোথায় কাকে রাখতেছেন, তাদের হিসাব করছেন? এই ছেলেটি কখন ছাত্রলীগ করেছে, একদিন জয়বাংলার স্লোগান দিয়েছে। তার বাবা-দাদা আওয়ামী লীগ করছেন? আওয়ামী লীগ পরিবারের সন্তান? তদবিরে যাকে-তাকে ‘কী পয়েন্টে’ বসিয়ে দিচ্ছেন। সময় দেয়া হলে সংসদে তাদের পরিচয় তুলে ধরার কথাও জানান তিনি।

তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ঘটনায় আজ পর্যন্ত আপনারা একটি কমিশন গঠন করতে পারলেন না। যারা আত্মস্বীকৃত খুনি তাদের বিচার করতে পারছি। কিন্তু এর পেছনে কী ছিল?

Development by: webnewsdesign.com