ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৯:০১ অপরাহ্ণ

ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে
apps

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর মাঠে গড়াবে আগামী ১৫ মার্চ। মার্চ মাসের ৩, ৪ ও ৫ তারিখের দলবদলের সময় বেঁধে দেওয়া হয়েছে। দলবদল শুরু হওয়ার আগেই অনানুষ্ঠানিকভাবে নিজেদের মতো করে দল গুছিয়ে নিচ্ছে ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগের (ডিপিএলের) ক্লাবগুলো। এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। এবার তাকে কিনে নিয়েছে আবাহনী। তামিমকে পেতেও কম টাকা খরচ করেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল উন্মুক্ত। দলবদল ৩ মার্চে শুরু হওয়ার কথা থাকলেও নামি-দামি ক্লাবগুলো আগে থেকে ক্রিকেটারদের দলে টানতে শুরু করেছে। টাকার অঙ্কে প্রতিবারই সবচেয়ে বেশি খরচ করে আবাহনী। এবারও তার ব্যতিক্রম নয়।

দল গঠনে পিছিয়েই পড়েছে ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব। মন্দের ভালো দল গড়েছে প্রাইম দোলেশ্বর, লিজেন্ডস অফ রুপগঞ্জ।

আবাহনী লিমিটেড : মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মোহাম্মদ নাইম শেখ, আরাফাত সানি, শহিদুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান রানা।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব : মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, এবাদত হোসেন, সোহরাওয়ার্দী শুভ, সৈকত আলী, জিয়াউর রহমান, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার, ইলিয়াস সানি, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, রকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাইম হাসান, নাজমুল ইসলাম অপু, অলক কাপালি, নাহিদ হাসান, মনির হোসেন, দোলোয়ার হোসেন, শরিফুল ইসলাম, রনি তালুকদার।

গাজী গ্রুপ ক্রিকেটার্স ক্লাব : মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, জাকির হাসান, আরিফুল হক, আকবর আলী, মেহেদী হাসান, সঞ্জিত সাহা, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহাদাত হোসেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব : সাইফ হাসান, ইমরান, ফজলে মাহমুদ রাব্বি, মার্শাল আইয়ুব, তাইবুর রহমান পারভেজ, শরিফউল্লাহ, ফরহাদ রেজা, শামীম হোসেন পাটোয়ারী, এনামুল হক জুনিয়র, কামরুল ইসলাম রাব্বি, আবু রায়হান, রেজাউর রহমান রাজা, শফিকুল।

লিজেন্ডস অফ রুপগঞ্জ : শাহরিয়ার নাফীস, নাইম ইসলাম, মেহেদী মারুফ, নাবিল সামাদ, মুক্তার আলী, সানজামুল ইসলাম, সাব্বির রহমান, পিনাক ঘোষ, শফিউল ইসলাম, রুয়েল মিয়া, আল আমিন জুনিয়র, আল-আমিন হোসেন, সাদমান ইসলাম অনিক, সোহাগ গাজী, জাকের আলী অনিক, মোহাম্মদ শহীদ।

ব্রাদার্স ইউনিয়ন : তুষার ইমরান, মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকী, তাসকিন আহমেদ, আলাউদ্দিন বাবু, নাইম ইসলাম জুনিয়র, আব্দুর রাজ্জাক, জাবিদ, জসিমউদ্দিন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব : শুভাগত হোম, শামসুর রহমান শুভ, অভিষেক মিত্র, আসিফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, জাভেদ।

Development by: webnewsdesign.com