ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন রোগী হাসপাতালে ভর্তি আরও ৮৭ জন

সোমবার, ০১ আগস্ট ২০২২ | ৫:১৯ অপরাহ্ণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন রোগী হাসপাতালে ভর্তি আরও ৮৭ জন
apps

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকায় ৬৬ জন ও ঢাকার বাইরে ২১ জন। বর্তমানে সারাদেশে ৩৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৬৭ জন ও ঢাকার বাইরে ৭৭ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৭৪৭ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৩১০ জন ও ঢাকার বাইরে ৪৩৭ জন। একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দুই হাজার ৩৯৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দুই হাজার ৩৯ জন ও ঢাকার বাইরে ৩৫৪ জন। পাশাপাশি চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

Development by: webnewsdesign.com