ট্যাংক পরিষ্কার করতে নেমে ৫ শ্রমিকের মৃত্যু

শনিবার, ১৩ মে ২০২৩ | ৩:২১ অপরাহ্ণ

ট্যাংক পরিষ্কার করতে নেমে ৫ শ্রমিকের মৃত্যু
ট্যাংক পরিষ্কার করতে নেমে ৫ শ্রমিকের মৃত্যু
apps

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতের মহারাষ্ট্রে প্রাণ হারালেন পাঁচ শ্রমিক। ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে রাজ্যের পারভানি জেলায়। আরও একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ জানায়, ভাউচা তান্ডা এলাকায় একটি খামারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন ছয় শ্রমিক। ট্যাংকের ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন তারা। তার পরই তারা অচেতন হয়ে পড়েন।

বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর ট্যাংকের ভেতর থেকে কোনোরকম সাড়াশব্দ না পেয়ে খামারের মালিকের সন্দেহ হয়।

তিনি ট্যাংকের ভেতরে উঁকি মারতেই দেখেন ছয় শ্রমিকই অচেতন হয়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি লোকজন ডেকে তাদের উদ্ধারের ব্যবস্থা করেন।

উদ্ধার করার পর ছয়জনকেই হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাদের মধ্যে পাঁচ শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরও এক শ্রমিকের অবস্থা সংকটজনক। খামারের মালিকের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসেই মৃত্যু হয়েছে শ্রমিকদের। ২০১৯ সাল থেকে গত তিন বছরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ১৮৮ জনের মৃত্যু হয়েছে।

Development by: webnewsdesign.com