টুইটার ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দিলো

বুধবার, ১৩ জুলাই ২০২২ | ৩:২৩ অপরাহ্ণ

 টুইটার ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দিলো
apps

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে মামলা ঠুকে দিলো টুইটার। টুইটারের দাবি, কোম্পানি অধিগ্রহণের চুক্তি লঙ্ঘন করেছেন এই ধনকুবের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্যের আদালতে করা হয়েছে মামলাটি। মামলায় বলা হয়েছে, ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনতে চেয়েছিলেন মাস্ক। কিন্তু, এখন সরে যাচ্ছেন। যার উপযুক্ত জবাবদিহি করা প্রয়োজন।

মাস্কের খামখেয়ালির কারণে কোম্পানির শেয়ারের ঘটেছে ভয়াবহ দরপতন। মঙ্গলবার (১২ জুলাই) শেয়ার বিক্রি হয় ৩২ ডলারে। যেখানে, মাস্ক প্রত্যেক শেয়ারের জন্য ৫৪ ডলারের বেশি দিতে চেয়েছিলেন। চুক্তি বাতিল হওয়ায়, ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে ইলন মাস্ককে। কিন্তু, সেটি নিতে চায় না টুইটার। বরং, তারা চুক্তির সফল বাস্তবায়ন দেখতে চায়।

এদিকে, মাস্কের অভিযোগ, স্প্যাম এবং বট সংক্রান্ত তথ্য গোপন করছে টুইটার। সে কারণেই, বাতিল করছেন টুইটার কেনার সিদ্ধান্ত।

Development by: webnewsdesign.com