জয়পুরহাটে কিডনি বেচাকেনা দালাল চক্রের ৯ সদস্য র‌্যাবের হাতে আটক

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ | ১:০৫ অপরাহ্ণ

জয়পুরহাটে কিডনি বেচাকেনা দালাল চক্রের ৯ সদস্য র‌্যাবের হাতে আটক
apps

জয়পুরহাটে কিডনি বেচাকেনা দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান।
আটককৃতরা হলেন- জেলার কালাই উপজেলার ওলিপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে খাজা ময়েন উদ্দিন (৪৪), একই গ্রামের আবুজার রহমানের ছেলে আজাদুল (৩৭) বহুতি গ্রামের বোরহান উদ্দিনের ছেলে ফুরকান আলী (৪৫), পাইকপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আফসার উদ্দিন (৫৬), মৃত আছির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫০) পূর্বকৃষ্টপুর গ্রামের মৃত আবুবক্কর ফকিরের ছেলে বাবলু ফকির (৫২), দুধইল নয়াপাড়া গ্রামের আব্বাস আলী মণ্ডলের ছেলে সোবহান মণ্ডল (৫২), মুজাহিদুল মণ্ডল (৪০) ও একই গ্রামের মৃত মোকলেছার রহমানের ছেলে সাজেদুল ফকির (৩৭)। র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্র্নেল জিয়াউর রহমান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার নিরীহ, ঋণগ্রস্ত ও দরিদ্র মানুষদের ফুসলিয়ে তাদের কিডনি বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত রয়েছে বলে র‌্যাব’র প্রাথমিক জিজ্ঞাসাবদে স্বীকার করেন। কিডনি বেচাকেনা প্রতিরোধে দালাল চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির সহ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদসহ র‌্যাব’র বিভিন্ন স্তরের সদস্যরা।

Development by: webnewsdesign.com