জিম্বাবুয়েকে ২৫৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

বুধবার, ১০ আগস্ট ২০২২ | ৫:১০ অপরাহ্ণ

জিম্বাবুয়েকে ২৫৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
apps

প্রথম দুই ম্যাচে হেরে জিম্বাবুয়ের কাছে এরই মধ্যে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হারারেতে আজকের তৃতীয় ও শেষ ওয়ানডেটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। মান বাঁচানোর মিশনে নেমে জিম্বাবুয়েকে ২৫৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

অধিনায়ক তামিম ইকবাল ৩০ বলে ১৯ রান করে রান আউটের শিকার হন। এরপর রানের খাতা খুলতে পারেননি শান্ত ও মুশফিক। শান্ত পেয়েছেন গোল্ডেন ডাক আর তিন বলে কোনো রান না করেই সাজঘরেই ফিরেছেন মুশি। ৪৭ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। পাঁচে নেমে ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন মাহমুদ উল্লাহ। ৭১ বলে ৭৬ রান করে বিজয় বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর পঞ্চম উইকেটে আফিফ-মাহমুদ উল্লাহ গড়েন ৪৯ রানের জুটি। দলীয় ১৭৩ রানে বিদায় নেন রিয়াদ। ৬৯ বলে মাত্র তিনটি চারের সাহায্যে ৩৯ রান করেন তিনি। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অনড় থাকেন আফিফ। ৮১ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি।

Development by: webnewsdesign.com