সিলেট-৩ আসনের উপ নির্বাচন বিষয়ে

জিএম কাদেরের সঙ্গে জাপা নেতা আলী সরকারের সৌজন্য সাক্ষাৎ

মঙ্গলবার, ০৮ জুন ২০২১ | ১:৪৬ অপরাহ্ণ

জিএম কাদেরের সঙ্গে জাপা নেতা আলী সরকারের সৌজন্য সাক্ষাৎ
apps

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা ও দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রধান সম্পাদক এবং মা-কোম্পানীর চেয়ারম্যান মোঃ আলী হোসেন সরকার ও সিলেট জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা ও সিলেট লালদিঘীরপাড় হকার্স মার্কেট এর বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স হৃদয় এন্ড ব্রাদার্স এর স্বত্যাধিকারী হাজী মোঃ শাহাব উদ্দিন এবং নাফিজা ট্রেডিং এর স্বত্যাধিকারী মো: রাশেদুল ইসলাম।

বুধবার (০৮ জুন) বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় জাতীয় পার্টির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন এবং আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎ শেষে জাপা চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সব ক্ষেত্রেই স্মরণ রাখতে হবে নেতা কখনোই ভুল করতে পারেন না। এটা মনে রেখেই নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। তবেই রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

জিএম কাদের বলেন, নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্য না থাকলে রাজনীতিতে ভালো কিছু আশা করা সম্ভব নয়। ।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, কারো অবদানকেই জাতীয় পার্টি ছোট করে দেখে না। তিনি বলেন, দলের প্রতি যাদের ত্যাগ ও অবদান রয়েছে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি দলকে সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

Development by: webnewsdesign.com