জার্মান পুলিশের আটক পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ | ১২:১৩ অপরাহ্ণ

জার্মান পুলিশের আটক পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ
জার্মান পুলিশের আটক পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ
apps

গ্রেটা থুনবার্গ, সুইডিশ পরিবেশকর্মী। তার পরিবেশ আন্দোলনের জন্য বিশ্বব্যাপী আলোচিত তিনি। সেই গ্রেটা থুনবার্গকে আটক করেছে জার্মান পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম জার্মানির একটি কয়লা খনি বিরোধী বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়। তবে তাকে গ্রেফতার করা হবে না বলে ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পশ্চিম জার্মানির লুয়েতজারাত গ্রামে কয়লা খনি সম্প্রসারণে কাজ চলছে। এতে ওই গ্রামটি ধ্বংস হয়ে যাবে বলে দাবি করে আসছেন পরিবেশ ও মানবাধিকার কর্মীরা। এর অংশ হিসেবে সেখানে প্রতিবাদ কর্মসূচি চলমান রয়েছে। তেমন একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন গ্রেটা।

জার্মান পুলিশ জানিয়েছে, গ্রেটা থুনবার্গকে গ্রেফতার দেখানো হবে না। বরং ব্যক্তিগত পরিচয়পত্র (আইডি) যাচাই শেষে তাকে ছেড়ে দেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভকারীদের একটি দল গাগসবাইলা-২ নামের ওই কয়লা খনির দিকে যাওয়ার সময় গ্রেটাকে তারা আটক করে। সূত্র: সিএনএন, ডয়েচে ভেলে, বিবিসি

Development by: webnewsdesign.com