জার্মানির সঙ্গে করোনার ভ্যাকসিন তৈরি করতে প্রস্তাব:প্রেসিডেন্ট এরদোগান

শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১ | ১১:৪৫ অপরাহ্ণ

জার্মানির সঙ্গে করোনার ভ্যাকসিন তৈরি করতে প্রস্তাব:প্রেসিডেন্ট এরদোগান
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যিপ এরদোগান। ফাইল ছবি
apps

জার্মানির সঙ্গে করোনার ভ্যাকসিন তৈরি করতে প্রস্তাব পাঠিয়েছে তুরস্ক।দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেন, জার্মানির সঙ্গে তুরস্কের যৌথভাবে করোনার ভ্যাকসিন তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।শুক্রবার(০১জানুয়ারী) ইস্তানবুলে এক অনুষ্ঠানে তিনি বলেন, যৌথ ভ্যাকসিন উৎপাদন নিয়ে জার্মানির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।
এরদোগান বলেন, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিল অব তুর্কি (টিইউবিআইটিএকে) এ বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। গত সপ্তাহে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তুরস্ক ও জার্মান কোম্পানি বায়োএনটেকের সঙ্গে প্রাথমিক চুক্তি হয়েছে। তাতে ২০২১ সালের প্রথমেই ফাইজার-বায়োএনটেকের ৫ লাখ ৫০ হাজার টিকা পাঠানোর কথা রয়েছে।

Development by: webnewsdesign.com