ছোটন দায়িত্ব ছেড়েছে যাতে আমার মানহানি হয় : কাজী সালাউদ্দিন

সোমবার, ২৯ মে ২০২৩ | ৬:৩২ অপরাহ্ণ

ছোটন দায়িত্ব ছেড়েছে যাতে আমার মানহানি হয় : কাজী সালাউদ্দিন
ছোটন দায়িত্ব ছেড়েছে যাতে আমার মানহানি হয় : কাজী সালাউদ্দিন
apps

নারী ফুটবলাররা যখনই বাফুফের ক্যাম্প ছাড়ছে ঠিক তখনই নারী দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সফল কোচ গোলাম রব্বানী ছোটন। সোমবার নিজের পদত্যাগপত্র তিনি বাফুফের কাছে প্রেরণ করেন।

অন্যদিকে, দেশের ফুটবলের এমন পরিস্থিতিতে ছোটনের পদত্যাগ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেন, নারী দলের এই কোচের সরে যাওয়া একটি ধাক্কা হলেও সেটি পূরণ করা সম্ভব।

বাফুফে যখন চাপে রয়েছে ঠিক তখনই ছোটন দায়িত্ব ছেড়ে সংস্থাটির মানহানি করেছে বলেও মন্তব্য করেন বাফুফে সভাপতি। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আজ (২৯ মে) ছোটনকে ফোন করেছি। সে বলেছে যে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না। কোনো সমস্যা থাকলে ছোটন আমার সঙ্গে কথা বলতে পারতো।

আমার মনে হয়, বাফুফে যখন চাপের মধ্যে আছে, সেই সময়টাকে সে (ছোটন) বেছে নিয়েছে যাতে আমার ও আমার সংস্থার মানহানি হয়।’ এর আগে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে নারী দলের কোচ বলেন, আমি মেইলে পদত্যাগপত্র বাফুফেকে পাঠিয়েছি।

Development by: webnewsdesign.com