ছেলেধরা সন্দেহে রেনু হত্যা: পলাতক আসামির সম্পত্তি ক্রোকের আদেশ

রবিবার, ০৩ জানুয়ারি ২০২১ | ১:০২ অপরাহ্ণ

ছেলেধরা সন্দেহে রেনু হত্যা: পলাতক আসামির সম্পত্তি ক্রোকের আদেশ
apps

রাজধানী বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা আক্তার রেনুকে গণপিটুনি দিয়ে হত্যা মামলায় পলাতক আসামি মহিন উদ্দীনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার(৩ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন। তাছাড়া এই সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এর আগে, পলাতক আসামির মহিন উদ্দীনের সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ জুলাই মেয়ে তু্বাকে নিয়ে ভর্তির খোঁজখবর নিতে রাজধানী বাড্ডা প্রাইমারি স্কুলে গিয়েছিলেন তাসলিমা আক্তার রেনু। এসময় তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। পরে ওই দিন রাতেই রেনুর বোনের ছেলে নাসির উদ্দীন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ৫০০ জনকে আসামি করা হয়। এর মধ্যে সিসিটিভি ফুটেজে শনাক্ত করে কয়েকজনকে গ্রেফতার করা হয়।

Development by: webnewsdesign.com