চাঁদপুর শহরের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, হাসপাতালের পরিচালক আটক

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | ২:১৭ অপরাহ্ণ

চাঁদপুর শহরের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, হাসপাতালের পরিচালক আটক
চাঁদপুর শহরের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, হাসপাতালের পরিচালক আটক
apps

চাঁদপুর শহরের বেসরকারি জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের পরিচালক মোর্শেদ খানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৮ মার্চ) রাত ১১টায় তাকে আটক করা হয়। এর আগে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান চিকিৎসক গোলাম কবির।

নিহত শিশুটির বাবা-মা জানান, চিকিৎসকের ভুল ইনজেকশন পুশ করার কারণেই তাদের শিশুর মৃত্যু হয়েছে। ওসি আবদুর রশীদ জানান, পুরানবাজারের শাহজাহান ও সুফিয়া দম্পতির তিন দিন বয়সী শিশুর মৃত্যুতে ক্ষোভ থেকে হাসপাতালে হট্টগোল শুরু হয়। পরে সংবাদ পেয়ে হাসপাতালের পরিচালককে আটক করা হয়েছে।

Development by: webnewsdesign.com