চলমান পরিস্থিতির মধ্যে দেশের স্কুল খুলে দেওয়া ঝুঁকিপূর্ণ হবে: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ৯:৫২ অপরাহ্ণ

চলমান পরিস্থিতির মধ্যে দেশের স্কুল খুলে দেওয়া ঝুঁকিপূর্ণ হবে: প্রধানমন্ত্রী
apps

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস বা কোভিড-১৯ চলমান পরিস্থিতির মধ্যে দেশের স্কুল খুলে দেওয়া ঝুঁকিপূর্ণ হবে। এজন্য সরকার স্কুল খুলে দিয়ে বাচ্চাদের জীবন ঝুঁকিতে ফেলতে চায় না। একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আমাদের দেশেও আসতে শুরু করেছে। করোনা মোকাবিলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। ভ্যাকসিনের আগাম বুকিং দেওয়া হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের আরও বেশি প্রস্তুতি আছে জানিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে সচেতন থাকার এবং মাস্ক পরার আহ্বান জানান। এর আগে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন পুনরায় শুরু হয়।

Development by: webnewsdesign.com