গোসল করতে পুকুরে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

বুধবার, ১৩ অক্টোবর ২০২১ | ৩:২০ অপরাহ্ণ

গোসল করতে পুকুরে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের মৃত্যু
apps

ব্রাহ্মণবাড়িয়ায় গোসল করতে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে সুজন (১৮) নামে এক আঁটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পৌ শহরের কাজীপাড়ার মাহমুদ শাহ মাজারের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। সুজন ওই এলাকার ধোপাবাড়ি মোড়ের জাহের মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাজারের পুকুরের ছোট ঘাটলায় গোসল করতে যান সুজন। এসময় ঘাটলা থেকে ঝাঁপ দিলে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়রা পুকুরে নেমে সুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ওই যুবকের ফুসফুসে পানি জমে অক্সিজেন চলাচল বন্ধ হয়ে মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, পুকুরের ডুবে এক অটোরিকশাচালক মৃত্যু হয়েছে।পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হয়।

Development by: webnewsdesign.com