গাজীপুর স্ত্রীকে হত্যার পর ঘর তালাবদ্ধ করে স্বামী উধাও

রবিবার, ১২ মার্চ ২০২৩ | ৪:৪৬ অপরাহ্ণ

গাজীপুর স্ত্রীকে হত্যার পর ঘর তালাবদ্ধ করে স্বামী উধাও
গাজীপুর স্ত্রীকে হত্যার পর ঘর তালাবদ্ধ করে স্বামী উধাও
apps

গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার করমতলা এলাকায় টাকা নিয়ে দ্বন্দ্বে নাজমা খাতুন (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ওমর ফারুকের বিরুদ্ধে।

রোববার সকাল ৯টার দিকে নিহতের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তালাবদ্ধ ঘরের জানালা দিয়ে নাজমাকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্বামী ওমর ফারুক কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানার তেলিনা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। নিহত নাজমা খাতুন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সানবেকা গ্রামের মাহমুদ আলীর বড় মেয়ে। উভয়ই পূবাইলের তালটিয়া এলাকার ম্যাক্স কম্পোজিট মৌজা কারখানায় চাকরি করতেন এবং করমতলার সুমনের বাড়ির ভাড়াটিয়া।

ভিকটিমের বাবা মাহমুদ আলী জানান, নাজমার প্রথম স্বামী একটি কন্যাসন্তান রেখে মারা গেলে দু-তিন বছর আগে পূবাইলে চলে আসেন। একত্রে চাকরির সুবাদে প্রেমের সম্পর্কে তাদের বিবাহ হয়।

তিনি বলেন, আমার মেয়ের ফিক্সড ডিপোজিটের ৩ লাখ ৬০ হাজার টাকার জন্য প্রায় ফারুক তাকে নির্যাতন করত। সুখের কথা ভেবে ৩ লাখ টাকা জামাইকে দেওয়া হয়। বাকি ৬০ হাজার টাকার জন্য চাপ দিলে সেইটাও সপ্তাহ দুয়েক আগে আমার মেয়ের হাতে বুঝিয়ে দিই। সেই টাকা নিয়ে দ্বন্দ্বেই আমার মেয়ের অকালে জীবন দিতে হলো। আমি এর সুষ্ঠু বিচার চাই।

পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম যুগান্তরকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Development by: webnewsdesign.com