প্রস্তাবিত গণমাধ্যম আইন-২০২২ বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। পাশাপাশি বিদ্যমান শ্রম আইনটি সংশোধন ও যুগোপযোগী করে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকর্মীদের জন্য নতুন আইন করার দাবি জানানো হয়। রোববার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘জাস্টিস ফর জার্নালিস্ট’ আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
গণমাধ্যম কর্মীদের জন্য ন্যায়বিচার, আর্থসামাজিক উন্নয়ন ও গবেষণাধর্মী সংগঠন ‘জাস্টিস ফর জার্নালিস্ট’-এর সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শাহিন বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সদস্য সচিব আবু সাঈদ, টেলিভিশন ক্যামেরাপারসন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন, সাংবাদিক কবি আব্দুল মান্নান, সাংবাদিক নেতা মেহেদি হাসান, বরুণ ভৌমিক নয়ন, খায়রুল আজম, সাখাওয়াত হোসেন, শাহজাহান সাজু, হেমায়েত হোসেন, জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।
কুদ্দুস আফ্রাদ বলেন, নতুন আইনের নামে সাংবাদিক সমাজকে শ্রম দাসে পরিণত করা হচ্ছে। যে ধারাগুলো সংযোজিত হচ্ছে, তা কোনোভাবেই সাংবাদিকবান্ধব হতে পারে না।
Development by: webnewsdesign.com