গণপ্রজাতন্ত্র কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে ২৭২ বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | ১২:২০ অপরাহ্ণ

গণপ্রজাতন্ত্র কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে ২৭২ বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ
গণপ্রজাতন্ত্র কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে ২৭২ বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ
apps

হত্যাকাণ্ডের এই ঘটনায় এম২৩ বিদ্রোহী গোষ্ঠী ও তাদের সহযোগীদের অভিযুক্ত করেছে কঙ্গোর সরকার গণপ্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহীদের হামলায় ২৭২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। একটি বিদ্রোহী গোষ্ঠী গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় কিশিশে শহরে এই গণ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে ডিআর কঙ্গোর শিল্পমন্ত্রী জুলিয়েন পালুকু বিদ্রোহীদের হামলায় নিহত বেসামরিক মানুষের নতুন সংখ্যা ঘোষণা করেন। তিনি বলেন, হামলার বিস্তারিত জানাতে পারছি না। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে একটি তদন্ত শুরু হয়েছে, আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি।

বেসামরিক হত্যাকাণ্ডের এই ঘটনায় এম২৩ বিদ্রোহী গোষ্ঠী ও তাদের সহযোগীদের অভিযুক্ত করেছে কঙ্গোর সরকার। তবে বিদ্রোহী গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করে অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।

কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন গত সপ্তাহে নৃশংসতার নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক হত্যাকাণ্ডের এই ঘটনা সত্য হলে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে ‘অপরাধ’ হতে পারে।

Development by: webnewsdesign.com