খাদ্যশস্য বোঝাই ইউক্রেনের জাহাজ আগামীকাল ইস্তানবুলে নোঙর করবে

সোমবার, ০১ আগস্ট ২০২২ | ৩:৫০ অপরাহ্ণ

খাদ্যশস্য বোঝাই ইউক্রেনের জাহাজ আগামীকাল ইস্তানবুলে নোঙর করবে
apps

ইউক্রেনের ওডেসা বন্দর থেকে শস্যভর্তি প্রথম জাহাজ সোমবার সকালে রওনা দেয়। যুদ্ধ শুরুর ১৫৮ দিন পর ইউক্রেনের খাদ্যশস্য ভর্তি জাহাজ কৃষ্ণসাগরের বন্দর ত্যাগ করেছে। সোমবার ইউক্রেনের স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে এই জাহাজ ওডেসা বন্দর ছেড়ে লেবাননের ত্রিপোলির উদ্দেশে যাত্রা করে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর জানিয়েছেন, নিরাপদ পরিবহন চুক্তির আওতায় রওনা দেওয়া খাদ্যশস্য বোঝাই ইউক্রেনের জাহাজ আগামীকাল গ্রিনিচ সময় ১২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ইস্তানবুলে নোঙর করবে। সেখানে যৌথ সমন্বয় কেন্দ্র জাহাজ তদারকি করবে। খাদ্যশস্য চুক্তির আওতায় তুরস্কের ইস্তানবুলে যৌথ সমন্বয় কেন্দ্র (জয়েন্ট করডিনেশন সেন্টার) প্রতিষ্ঠা করা হয়েছে। এতে জাতিসংঘ, রাশিয়া, ইউক্রেন এবং তুরস্কের কর্মকর্তারা রয়েছেন।

Development by: webnewsdesign.com