খাঁটিহাতা হাইওয়ে থানার উদ্যােগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শনিবার, ২৩ অক্টোবর ২০২১ | ৭:২৫ অপরাহ্ণ

খাঁটিহাতা হাইওয়ে থানার উদ্যােগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
apps

গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় খাঁটিহাতা হাইওয়ে থানার এক কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন,এসআই/ মোঃ নজরুল ইসলাম মোঃ রায়হান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ প্রমূখ।

বক্তারা বলেন, সকলে মিলে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। যাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ ও সম্পদহানির ঘটনা কমে আসে। বেপরোয়াভাবে গাড়ী চালানোর কারনে দেশের সড়ক মহাসড়ক গুলোতে প্রতিদিনই দূর্ঘটনা ঘটছে।

ওভার স্পিড, ওভার টেকিং, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এতে আমাদেরই আপনজনকে হারাতে হচ্ছে। এই বিষয়গুলোর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। একটি সড়ক দূর্ঘটনা একটি পরিবারের সারাজীবনের কান্না হয়ে দাঁড়াচ্ছে।

তাই সড়ক দুর্ঘটনার রোধে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে হবে। সেই সাথে ফিটনেস বিহীন গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।

এ সকল বিষয়গুলো খেয়াল করে গাড়ি চালালে আশা করি দুর্ঘটনা রোধ সম্ভব হবে।

Development by: webnewsdesign.com