‘কোনো হাত নেই এখানে শিল্পীদের ’

শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ

‘কোনো হাত নেই এখানে শিল্পীদের ’
apps

কলকাতার ছবি দিয়ে নতুন বছরের যাত্রা শুরু হয়েছে ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়ার। টলিউডের সিনেমা ‘ভয়’ প্রেক্ষাগৃহে মুক্তির আগে ওটিটিতে মুক্তি পেয়েছে। আজ ওটিটিতে ছবিটি মুক্তি পেয়েছে। সিনেমাটি আমদানি করে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তির কথা রয়েছে।

সিনেমাটির আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল, সেটি প্রেক্ষাগৃহে পেলে ভালো হতো বলে মনে করেন ফারিয়া। তিনি বলেন, ‘সিনেমার নায়ক-নায়িকারা চান, তাঁদের সব ছবিই আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাক। কারণ, প্রেক্ষাগৃহে সিনেমার গন্ধই আলাদা। প্রেক্ষাগৃহে শিল্পীদের সঙ্গে দর্শকের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়। একটা অন্য রকমের ব্যাপার কাজ করে। সেটা হচ্ছে না এই সিনেমার ক্ষেত্রে।

ওটিটিতে কেন মুক্তি পাচ্ছে, জানতে চাইলে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘এখানে তো শিল্পীদের হাত নেই। এটি প্রযোজক ও পরিচালকের ওপর নির্ভর করে। ছবি নির্মাণের পর কোথায় চলবে, সেটি তাঁরাই নির্ধারণ করেন। কোভিডের আগে শুটিং শুরু হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর মাস তিনেক আগে ছবির শুটিং শেষ হয়েছে। অনেক দিন হয়ে গেছে, এ কারণেই হয়তো ওটিটিতে ছবিটি আগে ছেড়ে দেওয়া হচ্ছে। তা ছাড়া আমার “যদি কিন্তু তবুও” ছবিটিও আগে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল, হয়নি। ওটিটিতে আগে হয়েছে।

আগে ওটিটিতে মুক্তিতে আফসোস নেই ফারিয়ার। তিনি বলেন, ‘ছবির মেরিট ভালো হলে ওটিটিতে মুক্তি পেলেও দর্শকের সাড়া পাওয়া যাবে। মানুষের কাছে পৌঁছানো যাবে, এটি আমার বিশ্বাস।’

এই নায়িকা জানান, ওটিটিতে মুক্তির পর দুই বাংলায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা আছে ছবিটি। তিনি বলেন, ‘আমার জানামতে, ওটিটিতে মুক্তির মাস তিনেকের মাথায় পশ্চিম বাংলায় প্রেক্ষাগৃহের মুক্তির পাবে ছবিটি। পরপরই আমদানিতে বাংলাদেশে আসবে। আমিও চেয়েছি, বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাক ছবিটি। কারণ, ভক্ত-দর্শকদের সঙ্গে নতুন বছরে প্রেক্ষাগৃহে সাক্ষাতের সুযোগ হবে আমার।
প্রেম-প্রতিশোধের গল্প নিয়ে ‘ভয়’। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ। ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ।

‘ভয়’ কলকাতার তৃতীয় মুক্তি পাওয়া ছবি ফারিয়ার। এর আগে ‘ইন্সপেক্টর নটি কে’ ও ‘বিবাহ অভিযান’ ছবি দুটি মুক্তি পায় তাঁর। ‘আবারও বিবাহ অভিযান’ ও ‘রকস্টার’ নামে কলকাতার আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশি এই অভিনেত্রীর।

Development by: webnewsdesign.com