কুড়িগ্রামে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা শুরু

রবিবার, ১৪ মার্চ ২০২১ | ৩:৫৩ অপরাহ্ণ

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা শুরু
apps

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা।

বৃষ্টি বিঘ্নিত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শনিবার বিকেল সাড়ে ৪টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি, মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান ও কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা আওয়ামীলীগার সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

এসময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৬টি খেলার স্থলে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। দুটি ম্যাচ স্তগিত করা হয়। প্রতিযোগিতায় ক-গ্রুপে রাজশাহী জেলা দল ৩-০ সেটে রংপুর জেলা দলকে পরাজিত করে। গ-গ্রুপে খুলনা জেলা দল ৩-০ সেটে রাঙ্গামাটি জেলা দলকে এবং ঘ-গ্রুপের রাজবাড়ী জেলা দল ৩-০ সেটে স্বাগতিক কুড়িগ্রাম জেলা মহিলা দলকে পরাজিত করে। এছাড়াও দিনের দ্বিতীয় খেলায় ক-গ্রুপে সাতক্ষীরা জেলা দল রংপুর জেলা দলকে ৩-০ সেটে পরাজিত করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাবনা ও কুমিল্লা জেলা এবং কুড়িগ্রাম ও ঝিনাইদহ জেলা মহিলা দলের খেলা স্তগিত করা হয়। পরিবর্তিত খেলার সময়সূচি পরে জানানো হবে বলে আয়োজক কমিটি জানান। আগামী ১৬ মার্চ প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ঢাকার বাইরে প্রথমবার কুড়িগ্রামে ১২টি জেলা দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে। পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর পৃষ্ঠপোষকতায় অংশ গ্রহনকারী দলগুলো হচ্ছে, স্বাগতিক কুড়িগ্রাম, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, পাবনা, বাগেরহাট, খুলনা, রাঙামাটি, কুমিল্লা, ঝিনাইদহ ও রাজশাহী জেলা মহিলা দল। আগামি ১৬মার্চ চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

Development by: webnewsdesign.com