কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

শনিবার, ০১ জানুয়ারি ২০২২ | ১২:৪৩ অপরাহ্ণ

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন
apps

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজ থেকে কুড়িগ্রামে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম স্টেডিয়াম চত্ত্বরে শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ২ জানুয়ারী পর্যন্ত।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বইমেলার প্রধান ফটকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম ও কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট ইবনুল হক, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইানচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার। মেলায় বিভিন্ন প্রকাশনী ও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানকে ৩৫টি স্টল বরাদ্ধ দেয়া হয়।

এছাড়াও মেলা প্রাঙ্গনে লেখকদের বসার স্থান লেখককুঞ্জসহ মুক্তিযুদ্ধ ও চলচিত্র বিষয়ক প্রদর্শনী কর্ণারের ব্যবস্থা করা হয়েছে।

Development by: webnewsdesign.com