‘কিছু রান যোগ হলে নিউজিল্যান্ডের সিরিজ জেতাটা কঠিন হতো’

বুধবার, ২৪ মার্চ ২০২১ | ২:০৬ অপরাহ্ণ

‘কিছু রান যোগ হলে নিউজিল্যান্ডের সিরিজ জেতাটা কঠিন হতো’
apps

ব্যাট হাতে দারুণ শুরুর পর ইনিংস লম্বা করতে পারেনি টাইগাররা। স্কোর বোর্ডে আরও কিছু রান যোগ হলে নিউজিল্যান্ডের সিরিজ জেতাটা কঠিন হতো বলে মত সাবেক ক্রিকেটার নাফীস ইকবালের। অন্যদিকে, আরেক সাবেক ওপেনার জাভেদ ওমর মনে করেন, বোলাররা ভালো বোলিং করেছেন। কিন্তু কিউই ব্যাটসম্যানরা দারুণ জবাব দিয়েছেন। সেখানেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে বাজে ফিল্ডিং অপ্রত্যাশিত।

নিউজিল্যান্ডের মাটিতে হারবে বাংলাদেশ। একাদশে যারাই খেলুক, মাঠ আর কন্ডিশন যাই হোক, অলিখিত এই ভাগ্য পরিবর্তন করতে পারছে না বাংলাদেশ। নিউজিল্যান্ড তাদের মাটিতে যে ধরনের ক্রিকেট খেলে বাংলাদেশকে হারিয়েছে। তাতে প্রশ্ন উঠছে বাংলাদেশের ক্রিকেট সামর্থ্য নিয়ে।

হেগলি ওভালে ব্যাটিংয়ে দারুণ শুরুর পর ইনিংস লম্বা করতে পারেনি সৌম্য-মুশফিকরা। বাজেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। স্কোর বোর্ডে আরও কিছু রান যোগ হলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত মত টাইগারদের সাবেক এ ওপেনারের নাফীস ইকবালের।

তবে, বাংলাদেশের আরেক সাবেক ওপেনার জাবেদ ওমর মনে করেন, বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করেছেন। বিপরীতে উইকেটে থিতু হয়ে গেছে ব্লাকক্যাপরা। এমন অবস্থায় বেশি কিছু করার থাকে না প্রতিপক্ষের। তবে বাজে ফিল্ডিং অপ্রত্যাশিত।

চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানো ম্যাচটা যদি বাংলাদেশ জিতত তবে মাঠের বাইরের সাম্প্রতিক সমালোচনাগুলো হয়তো কিছুটা হলেও কমে আসত।

Development by: webnewsdesign.com