কিউইদের বিপক্ষে শেষ টেস্টেও নেই বাবর

রবিবার, ০৩ জানুয়ারি ২০২১ | ২:৫৫ অপরাহ্ণ

কিউইদের বিপক্ষে শেষ টেস্টেও নেই বাবর
apps

নিউজিল্যান্ড সফরে একটি ম্যাচও খেলা হলো না পাকিস্তান অধিনায়কের। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় রবিবার (৩ জানুয়ারি) ভোরে ক্রাইস্টচার্চে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকেও ছিটকে পড়েছেন তারকা ব্যাটসম্যান বাবর আজম।

শনিবার (২ জানুয়ারি) পাকিস্তান দলের চিকিৎসক সোহেল সেলিম বলেছেন, বাবর আজমের চোটের উন্নতি আমরা দেখেছি, তবে সে এখনও পুরোপুরি সেরে ওঠেনি। সে আমাদের অধিনায়ক এবং দলের ব্যাটিং লাইন-আপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো ঝুঁকি নিতে চাই না আমরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান বাবর। এরপর সীমিত ওভারের সিরিজটি খেলা হয়নি তার। ছিলেন না প্রথম টেস্টেও।

Development by: webnewsdesign.com