কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালন

সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ৬:৫২ অপরাহ্ণ

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালন
apps

সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব মানবতার শ্রেষ্ঠদূত মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিময় দিন, সোমবার (১৬সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল। অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হয়।দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ । ১৬সেপ্টেম্বর এ দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা,,কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস। তারপর হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবনী নিয়ে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজ এর উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রফেসর মোঃ রেজাউল করিম, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ,প্রাণি বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম,পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।এতে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন , রাস্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতাউর রহমান,ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মাহবুবুল আলম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন, প্রভাষক আনিসুর রহমান এস এম আদিলুজ্জামান, শিবু চন্দ্র অধিকারী, আলাউদ্দিন আকন্দ,, প্রভাষক মরিয়ম আক্তার সহ আরও অনেকে।হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অতিথি বৃন্দ। সবশেষে সকল মুসলিম উম্মতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Development by: webnewsdesign.com