কাজিপুরে ভিজিডি কার্যক্রমের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ | ৬:৫২ অপরাহ্ণ

কাজিপুরে ভিজিডি কার্যক্রমের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
apps

সিরাজগঞ্জের কাজিপুরে মহিলা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভিজিডি কার্যক্রমের প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর প্রশাসন হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় ও ডেভেলপমেন্ট ফর ডিসএ্যাডভানটজড পিপল (ডিডিপি)’র আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী শাহার স্বাগতিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় প্রশিক্ষণের কার্যক্রম। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এসময় আরো বক্তব্য রাখেন, ডিডিপি’র নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা শুভজিত রায় প্রমুখ।

বক্তারা এসময় ভিজিডি কার্যক্রমকে গতিশীল করতে করণীয় নানধিক বিষয়ে পরামর্শ, ভিজিডি লক্ষিত জনগোষ্ঠি চিহ্নিত করন এবং তাদের যথাযথ প্রাপ্যতা যথা সময়ে সরবরাহকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত হয়।

উক্ত প্রশিক্ষণে অংশ নেন উপজেলার ১০টি ইউনিয়নের ১০ জন প্রশিক্ষকসহ আরো অনেকে।

Development by: webnewsdesign.com