কাজিপুরে পৌরসভার প্রাণকেন্দ্রে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

সোমবার, ১১ অক্টোবর ২০২১ | ৫:৪৮ অপরাহ্ণ

কাজিপুরে পৌরসভার প্রাণকেন্দ্রে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন
apps

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র শপথ গ্রহনের পর থেকেই পৌরসভার বাসিন্দাদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড করে যাচ্ছেন। তারইধারাবাহিকতায় ১১/১০/২১ সোমবার দুপুরে পৌরসভার প্রাণকেন্দ্র আলমপুর চৌরাস্তা নতুন মার্কেট থেকে পৌর জামেমসজিদ হয়ে পৌরসভার কাঁচা বাজার পর্যন্ত এক প্যাকেজ প্রোগ্রামের অন্তর্ভুক্ত ৩. ৫০মিটার দৈর্ঘ ও ১০ ফুট প্রস্ত একটি নতুন রাস্তার আর সি সি ঢালাই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার।জিওবি এর কুয়েত প্রকল্পের আওতায় প্যাকেজ রাস্তাটি নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৬ লাখ টাকা। এ রাস্তাটি নির্মানের ফলে পৌর সভার সদরের এলাকাসহ উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, কাউন্সিলর রিপন, কার্যসহকারি আবুল কালাম, এনামুল হক । এ বিষয়ে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার বলেন, এই রাস্তাটি পৌরসভার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা নির্মানের ফলে পৌর সুপার মার্কেট,পৌর জামেমসজিদ, সোনালী ব্যাংক,কৃষি ব্যাংক ও পৌর এলাকার একমাত্র কাঁচাবাজারে যাতায়াতের সুবিধা হবে।

Development by: webnewsdesign.com