কাজিপুরে গৃহহীনদের জন্য নির্মাণাধীন কাজ পরিদর্শনে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ | ৭:১৭ অপরাহ্ণ

কাজিপুরে গৃহহীনদের জন্য নির্মাণাধীন কাজ পরিদর্শনে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব
apps

আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্নোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে নির্মানাধীন দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের পরিদর্শন করলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই, চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা, চালিতাডাঙ্গা, চরভানুডাঙ্গা গ্রাম ও পৌরসভায় এই প্রকল্পের ১০টি ঘরের নির্মাণ কাজের অগ্রগতি, গুণগত মান পরিদর্শন করলেন মোহাম্মদ ওয়ালিদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা ও উপ-সহকারী প্রকৌশলী এস,এম আবু মোতালিব। উল্লেখ্য যে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব মোঃ আব্দুর রউফ তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে কাজিপুরে গৃহহীনদের মাঝে ২০টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।একটি ঘরের জন্য ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।

Development by: webnewsdesign.com