কাজিপুরে কর্মহীন জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ | ৭:২৫ অপরাহ্ণ

কাজিপুরে কর্মহীন জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
apps

২০২১-২২ অর্থবছরে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে সিরাজগন্জের কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের ২৩০ জন জেলেদের মধ্যে ২০ কেজি হারে মানবিক খাদ্য সহায়তা কর্মসুচির আওতায় ভিজিএফ চাল বিতরণ করা হয়।

২১  অক্টোবর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এ সময় তিনি বলেন, আমরা মাছে ভাতে বাঙালী, মাছ না হলে আমাদের চলেই না।তাই মৎস্য সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রজনন মৌসুমে জেলেদের মা ইলিশ মাছ না ধরার আহবান জানান। কেননা কর্মহীন জেলেদের সরকার খাবার ব্যবস্থা করেছে।

আমরা আপনাদের বিপদ – আপদে পাশে আছি। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা, মোঃ মুসলিম উদ্দিন , ইউপি সদস্য টি এম জাহিদুলইসলাম,আমিনুল ইসলাম, আব্দুস সালাম, জুয়েল রানা ও দুদু মিয়া সহ মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী, লিফপ্রমুখ।

Development by: webnewsdesign.com