কমলাপুর স্টেশনে টিকিট বিক্রির তৃতীয় দিনেও উপচেপড়া ভিড় 

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ | ১২:১৪ অপরাহ্ণ

কমলাপুর স্টেশনে টিকিট বিক্রির তৃতীয় দিনেও উপচেপড়া ভিড় 
apps

আসন্ন রোজার ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তৃতীয় দিন উপচেপড়া ভিড় দেখা গেছে ঢাকার কমলাপুর স্টেশনে। ২৯ এপ্রিলের আগাম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে আজও রাত জেগে অপেক্ষায় ছিলেন যাত্রীরা।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী টিকিটের ৫০ ভাগ দেয়া হয় কাউন্টারে। আর বাকি ৫০ ভাগ পাওয়া যাবে অনলাইনে।

সময় যত গড়াচ্ছে অগ্রিম টিকিটের জন্য লম্বা হচ্ছে যাত্রীদের লাইন। অনেকেই চাদর-বালিশ নিয়ে এসে রাত কাটিয়েছেন কাউন্টারের সামনে। এই ঈদে প্রতিদিন ৫৩ হাজার ৯শ ৪৫টি টিকিট বিক্রি করবে রেলওয়ে। প্রথমবারের মতো টিকিট কাটতে এনআইডি নম্বর সংযুক্ত করায় সময় বেশি লাগছে এমন অভিযোগ রয়েছে যাত্রীদের।

Development by: webnewsdesign.com