কণ্ঠশিল্পী নোবেল আবারও আটক

রবিবার, ২০ জুলাই ২০২৫ | ১২:০৭ অপরাহ্ণ

কণ্ঠশিল্পী নোবেল আবারও আটক
apps

মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করা হয়েছে। শনিবার মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর থেকে আটক করা হয়।

এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে গেছে মিরপুর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান।

উবার চালক জানিয়েছেন, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল। সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তারা দুজন তর্কে জড়ালে একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন।

এর আগে গত ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। গত ২০ মে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

Development by: webnewsdesign.com