এশিয়া কাপে খেলার ছাড়পত্র পেল নেপাল

বুধবার, ০৩ মে ২০২৩ | ১:০৯ অপরাহ্ণ

এশিয়া কাপে খেলার ছাড়পত্র পেল নেপাল
এশিয়া কাপে খেলার ছাড়পত্র পেল নেপাল
apps

ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার ছাড়পত্র পেল নেপাল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপে জায়গা করে নিয়েছে নেপাল।

কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২ মে) ফাইনাল ম্যাচে টসে জিতে সংযুক্ত আরব আমিরাতকে ব্যাটিং করতে পাঠায় নেপাল। ব্যাটিংয়ে নেমে রাজবংশীর ঘূর্ণির সামনে তাসের ঘরের মত ভেঙে পড় সংযুক্ত আরব আমিরাত।

৩৩ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় আরব আমিরাত। সর্বোচ্চ ৪৬ রান করেন আসিফ খান। মাত্র ১৪ রানের বিনিময়ে একাই ৪ উইকেট নেন রাজবংশী। রান তাড়া করতে নেমে সহজেই রান তুলে নেয় নেপাল। ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে রান তুলে নেয় তারা।

এশিয়া কাপে ভারত, পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপাল। সব ঠিক থাকলে সেপ্টেম্বর মাসে শুরু হতে পারে এশিয়া কাপ। তবে ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক টানাপড়েনের কারণে আদৌ এশিয়া কাপ হবে তা নিয়ে সংশয় রয়েছে।

Development by: webnewsdesign.com