এভাবে লাগাতার বিশ্রামে থাকলে কেউ ফর্মে ফেরে না : ইরফান পাঠান

বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২ | ১২:২৮ অপরাহ্ণ

এভাবে লাগাতার বিশ্রামে থাকলে কেউ ফর্মে ফেরে না : ইরফান পাঠান
apps

রোহিত শর্মা, বিরাট কোহলি ও বুমরাহরা যত না খেলছেন, তার চেয়ে অনেক বেশি বিশ্রাম পাচ্ছেন। যা নিয়ে এবার সরব হলেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। তার বক্তব্য, এভাবে লাগাতার বিশ্রামে থাকলে কেউ ফর্মে ফেরে না।

বুধবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। ওই সিরিজেও রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ভুবনেশ্বর কুমার ও কে এল রাহুলদের পাচ্ছে না ভারত। এর মধ্যে রাহুলের চোট রয়েছে। বাকিদের বিশ্রাম দেওয়া হয়েছে। ওই সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

গত একবছরে এই নিয়ে অষ্টম অধিনায়ক পেল ভারত। দলের লাগাতার এই পরীক্ষা-নিরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরক্তি প্রকাশ করে আসছেন সমর্থকরা। এবার সাবেকরাও সরাসরি বিসিসিআইয়ের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। টিম ইন্ডিয়ার সাবেক অলরাউন্ডার পাঠানের প্রশ্ন, এভাবে কি আদৌ ফর্মে ফেরা সম্ভব?

Development by: webnewsdesign.com