এবার স্বপ্ন নিয়ন্ত্রণ করা যাবে যে যন্ত্রে

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ | ১:২৪ অপরাহ্ণ

এবার স্বপ্ন নিয়ন্ত্রণ করা যাবে যে যন্ত্রে
apps

এবার সুস্পষ্ট স্বপ্ন দেখতে সাহায্য করবে এমন একটি ডিভাইস তৈরি করার কথা জানিয়েছে একটি মার্কিন কোম্পানি। তাদের দাবি মুকুটের মতো করে পরিধেয় ডিভাইসটি মানুষের স্বপ্নকে করবে আরো সুস্পষ্ট। ফলে ঘুমের মধ্যেও সে থাকবে সচেতন।

প্রোফেটিক নামের কোম্পানিটি এই যন্ত্রের নাম দিয়েছে ‌‌‘হলো’। এই যন্ত্র পরার পর বিশেষ কোডিং করে দেবেন তাদের প্রকৌশলীরা।

মেশিন লার্নিং ও আল্ট্রাসাউন্ড প্রযুক্তি পদ্ধতি ব্যবহার করে যন্ত্রটি বানানো হয়েছে। কোম্পানিটি তাদের ওয়েবসাইটে দাবি করেছে, আল্ট্রাসাউন্ড ও মেশিন লার্নিং মডেলের সমন্বয়ে তারা স্বপ্ন দেখা মানুষের স্বপ্নকে পরিষ্কার করার বিষয়টি সনাক্ত করবেন। এর মাধ্যমেই জীবনের অনেক বড় প্রশ্নের উত্তর খোঁজা যাবে।

কোম্পানিটির দাবি, তারা মানুষের সচেতনতাকে আরো অনুসন্ধান করে তাদের জীবনের বড় রহস্যেগুলোর আরো কাছাকাছি নিয়ে যেতে চান। কোম্পানিটির মতে, মানুষ তার স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারলে এটাকে সে সৃজনশীল কোনো কাজে লাগাতে পারবে। আর এই প্রতিটি যন্ত্রের দাম হতে পারে ১৫০০ থেকে ২০০০ হাজার ডলার।

Development by: webnewsdesign.com