এবার এশিয়া কাপে মুশফিকের হাতে কিপিংয়ের দায়িত্ব

সোমবার, ২২ আগস্ট ২০২২ | ৫:৩০ অপরাহ্ণ

এবার এশিয়া কাপে মুশফিকের হাতে কিপিংয়ের দায়িত্ব
apps

ছুটি ও বিশ্রামের কারণে টি-টোয়েন্টি ফরম্যাটে অনিয়মিত হয়ে পড়েছেন মুশফিকুর রহিম। বিশ্বকাপের পর মাত্র একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।মূলত, নুরুল হাসান সোহানের কাছে কিপিংয়ের গ্লাভস হারানোর পর থেকেই এমনটি হচ্ছে। নানা বিতর্কের ভিড়ে গতবছর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে উইকেটকিপিং ছাড়ার ঘোষণা দেন মুশফিক।এরপর থেকে কুড়ি ওভারের ম্যাচে অনিয়মিত হয়ে পড়েন পঞ্চপাণ্ডবের অন্যতম তারকা।

তবে, এবার এশিয়া কাপে মুশফিকের হাতেই থাকছে কিপিংয়ের দায়িত্ব। কারণ, দলে থাকলেও আঙুলে চোটে পড়ে আপাতত মাঠের বাইরে কিপার সোহান।এদিকে মুশফিকের হাতেই কিপিং গ্লাভস রাখতে চান অধিনায়ক সাকিব আল হাসান। এমন চাওয়ার পেছনে মুশফিকের অভিজ্ঞতাকেই কারণ দাঁড় করিয়েছেন সাকিব।মিরপুরে সোমবার সংবাদ সম্মেলনে মুখোমুখি সে কথাই জানালেন সাকিব।টি-টোয়েন্টি দলের অধিনায়ক বললেন, ‘মুশফিক ভাই উইকেটকিপিং করলে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। টি-টোয়েন্টিতে সময় অনেক কম থাকে। ফিল্ডিংয়ের অ্যাঙ্গেলগুলো খুব সহজেই উনি পরিবর্তন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না।

তো আমার লাইফটা অনেক ইজি হয়ে যায়।’অধিনায়ককে একজন অভিজ্ঞ কিপারই সহায়তা করতে পারেন বলে মনে করেন সাকিব।এ অলরাউন্ডার বলেন, ‘আমি অন্য একটা বিষয় নিয়ে চিন্তা করতে পারবো। সারাক্ষণ ফিল্ডিংয়ের পজিশন নিয়ে চিন্তা করতে হবে না। মাঠের ১১টা খেলোয়াড়কে সবসময় আমার পক্ষে দেখা সম্ভব নয়। একমাত্র উইকেটরক্ষকই এটা ভালোভাবে দেখতে পারে। উনার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় থাকলে স্বাভাবিকভাবেই আমার জন্য জিনিসগুলো সহজ হয়ে যায়।’

Development by: webnewsdesign.com