এই না বসন্তে

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ৫:৫২ অপরাহ্ণ

এই না বসন্তে
apps

হেমন্ত শেষে এসেছে নেমে বসন্ত রাজ
নব সাজে অপার আনন্দে নাচিছে অদিতি আজ।
ফুলে ফলে ভরে বাগিচা কি যে শোভাময় !
কোকিল গাহিছে কুহু রবে ভ্রমর ঘুরছে সারা বাগানময়।
নবীন জীবনে নতুন কিরণ বহে আনন্দ ধারা
অদিতি অঙ্গে নিত্য ছড়াচ্ছে আলোর দীপ্তি প্রাণময় মনোহারা।

নবীন প্রভাতে নতুন আশাতে জাগে মানবজন
নয়ন মেলে দেখে তারা কি মহা জাগরণ ।
মানুষ ছুটিছে স্বার্থের পিছে মনুষত্বের পরাজয়
অলস কেন নির্বোধ কেন ঝেড়ে ফেল সংশয় ।
ফু দাও জোরে বেজে উঠুক অসত্য নাশি।
ভেঙে পড়ুক সাজানো ভূবন খান খান হয়ে
খসিয়া পড়ুক মাথার মুকুট দুরন্ত বায়ে।
আধারঁ নাশিয়া আলো জ্বলে উঠুক তীব্র রাগে।
নতুন আলোতে উদ্ভাসিত হোক সকল ধরা
বিশ্বে ছড়াও জ্ঞান -বিজ্ঞানের অমিয় ধারা।

Development by: webnewsdesign.com