উড়বেন তানহা মৌমাছি

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ৪:১২ অপরাহ্ণ

উড়বেন তানহা মৌমাছি
apps

সিনেমা খরায় কয়েকটি প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। নতুন বছরে নতুন সম্ভাবনা নিয়ে বেশ কিছু সিনেমার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার সারগাম এন্টারটেইনমেন্ট প্রযোজনা করছেন ‘লাল বল’ নামে সিনেমা। এটি পরিচালনা করবেন মাজহার বাবু। গতকাল বুধবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তানহা মৌমাছি।

বাবু বলেন, ‘আগামী মার্চে সিনেমাটির শুটিং শুরু করব। এরপর টানা শুটিং হবে। গল্প ও চিত্রনাট্যের কাজ শেষ। সিনেমায় তিনটি গান ব্যবহার করব। গল্পের প্রয়োজনে সিনেমাটিতে আমাদের জাতীয় সংগীত ব্যবহার করব। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে পুরো জাতীয় সংগীত ব্যবহার করা হবে। খুব শিগগির সিনেমাটির নায়ক চূড়ান্ত করব।’

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে পড়াকালীন চিত্রপরিচালক এ কিউ খোকনের সহকারী হিসেবে কাজ শুরু করেন মাজহার বাবু। এরপর কাজ করেছেন চাষী নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন জেমী, এফ আই মানিকের মতো গুণী পরিচালকদের সঙ্গে। মূলধারার গণমাধ্যমে অনুষ্ঠান প্রযোজনা এবং সংবাদ প্রযোজকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এনটিভি অনলাইনে কর্মরত রয়েছেন তিনি।

শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন তানহা মৌমাছি। তার অভিনীত ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে দেখা গিয়েছে তাকে। এছাড়াও কাজ করছেন ‘ইয়েস ম্যাডাম’ ও ‘দখল’ নামে দুটি সিনেমায়।

Development by: webnewsdesign.com