উত্তেজনার মধ্যেই ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরান

শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ | ৭:৪৭ অপরাহ্ণ

উত্তেজনার মধ্যেই ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরান
উত্তেজনার মধ্যেই ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরান
apps

উত্তেজনার মধ্যেই ইসরায়েলি জাহাজ জব্দ করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড হরমুজ প্রণালীর কাছে ওই জাহাজ জব্দ করে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইরানি কমান্ডোরা শনিবার হেলিকপ্টারযোগে হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলা হয়। ওই হামলায় ইরান রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হন। এ হামলার ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। যদিও ইসরায়েল ওই হামলার দায় স্বীকার করেনি, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।

মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, খুব শিগগিরই ইসরায়েলে হামলা চালাবে ইরান। বৃহস্পতিবার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়- ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে।

এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা শুরু করে দিয়েছে। এর মধ্যেই ইসরায়েলি জাহাজ জব্দের কথা প্রকাশ্যে এল। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

Development by: webnewsdesign.com