উগান্ডায় সব স্কুল খুলে দেয়ার ঘোষণা

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১ | ৯:৩৭ অপরাহ্ণ

উগান্ডায় সব স্কুল খুলে দেয়ার ঘোষণা
(ছবি- সংগৃহীত)
apps

মহামারীর কারণে বছরখানেক আগে বন্ধ করে দেয়া স্কুল মঙ্গলবার খুলে দেয়ার ঘোষণা দিয়েছে উগান্ডা।

করোনা প্রতিরোধে অপরিহার্য কর্মীদের শীঘ্রই টিকাদান কর্মসূচি শুরু করতে পরিকল্পনার কথাও জানিয়েছে পূর্ব আফ্রিকার দেশটি।

সব শিক্ষার্থীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারের মুখপাত্র ডেনিস কাটুঙ্গির বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

গত ডিসেম্বরে স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য আংশিকভাবে শ্রেণিকক্ষের শিক্ষা চালু করা হয়েছিল।

অতি সংক্রামক ভাইরাসটির নিয়ন্ত্রণে গত বছরের মার্চে স্কুল বন্ধ করে দিয়েছিল উগান্ডা।

তখন পুরো পূর্ব আফ্রিকাজুড়ে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দেড় কোটি শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব বলছে, সেখানে ৩৯ হাজার ৬০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩২৫ জনের।

২০২০ সালের শেষ দিকে করোনার উপদ্রব ব্যাপক হারে বাড়তে থাকলেও চলতি বছরে তা কমে এসেছে।

মঙ্গলবার সরকার বলছে, ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার এক কোটি ৮০ লাখ ডোজ টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু কখন এই টিকা আসবে, তার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

Development by: webnewsdesign.com