ইরানের ইসলামি বিপ্লবী সোলাইমানির দুই ঘাতককে হত্যার দাবি

বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | ২:১০ অপরাহ্ণ

ইরানের ইসলামি বিপ্লবী সোলাইমানির দুই ঘাতককে হত্যার দাবি
apps

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানির ঘাতক দুই কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে খবর দিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম ‘দ্য ক্র্যাডেল’।

খবরে বলা হয়, প্রতিরোধ যোদ্ধারা ইরাকের উত্তরাঞ্চলের এরবিল থেকে আমেরিকা ও ইসরায়েলের ওই দুই কমান্ডারকে হত্যা করে।

সংবাদ মাধ্যমটি দাবি করেছে, একটি শীর্ষ পর্যায়ের নিরাপত্তা সূত্র থেকে তারা খবরটি জানতে পেরেছে। ‘দ্য ক্র্যাডেল’ জানিয়েছে, সোলেইমানি ও আল-মুহান্দিসের হত্যার প্রতিশোধ নিতে প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালায়। এ সময় মার্কিন সেনাবাহিনীর রেড হর্স ইউনিটের কমান্ডার ৫৫ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জেমস সি. উইলিস এবং ইসরায়েলের নাহাল ব্রিগেডের কর্মকর্তা ৪২ বছর বয়সী কর্নেল শ্যারন অ্যাজম্যান নিহত হন।

তবে আমেরিকা ও ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, ওই দুই কমান্ডার কয়েকদিনের ব্যবধানে আলাদা দুর্ঘটনায় মারা গেছেন।

মার্কিন সংবাদ মাধ্যম স্টার অ্যান্ড স্ট্রাইপস উইলিসকে মার্কিন সামরিক বাহিনীর ২১০তম রেড হর্স স্কয়াড্রনের কমান্ডার বলে চিহ্নিত করেছে। এই স্কয়াড্রনে ১৩০ জন সদস্য রয়েছে যারা উচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ পরিবেশেও অভিযান চালাতে সক্ষম।

 

Development by: webnewsdesign.com