ইরানি হামলায় আহত মার্কিনীরা তেল আবিবে চিকিৎসারত

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০ | ১২:২৩ অপরাহ্ণ

ইরানি হামলায় আহত মার্কিনীরা তেল আবিবে চিকিৎসারত
apps

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে একটি ইরাকি সূত্র জানিয়েছে। ওই সূত্রটি বলছে, যুক্তরাষ্ট্র নিজেদের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও বুধবার ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। খবর পার্স ট্যুডে।

যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতার কারণে মার্কিন ঘাঁটিতে অবস্থিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, বুধবার ইরাক থেকে ২২৪ আহত মার্কিন সেনাকে চিকিৎসার উদ্দেশ্যে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। এসব সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদের ওপর অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত ও দুই শতাধিক সেনা আহত হয়েছে বলে ইরানের তরফ থেকে দাবি করা হয়।

গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরাকের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। জেনারেল সোলেইমানির হত্যার প্রতিশোধ হিসেবেই বুধবার মার্কিন দুটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, বুধবার ভোরের ওই ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ঘাঁটিতে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Development by: webnewsdesign.com