ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১ | ৬:৫৯ অপরাহ্ণ

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান
apps

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক আতাউর রহমান। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের উপ-রেজিস্ট্রার আয়ুব আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞতি সূত্রে, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান আতাউর রহমানকে দায়িত্বের পুনঃবিন্যাস ঘটিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দিয়েছেন ভিসি। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি সকল সুযোগ সুবিধা পাবেন।

নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বলেন, ‘আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, চেষ্টা করবো তা যথাযথভাবে পালন করার। দল মত নির্বিশেষে সকলকে একসাথে নিয়ে কাজ করতে চাই। এছাড়া তিনি সকলের সহযোগিতা কামনা করেন।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী পদে মুন্সী সহিদ উদ্দীন মো. তারেককে নিয়োগ দিয়েছেন কর্তৃপক্ষ।

Development by: webnewsdesign.com