ইন্টারনেটবিহীন ‘এনালগ লাইফ’ ধারাবাহিক নাটক

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ | ৭:৫৮ অপরাহ্ণ

ইন্টারনেটবিহীন ‘এনালগ লাইফ’ ধারাবাহিক নাটক
apps

ভিন্ন ধরনের গল্প নিয়ে নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন অভিনেতা, নির্মাতা ও গায়ক তানভীর হোসেন প্রবাল। নাটকের নাম ‘এনালগ লাইফ’। এরই মধ্যে নাটকের শুটিংও শুরু হয়েছে।

সম্প্রতি এ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন সাব্বির আহমেদ, রিমি করিম ও সানজিদা মিলা। হঠাৎ কোনো একদিন যদি বিশ্বজুড়ে ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তাহলে কী হতে পারে- এমন ভাবনা নিয়েই এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে।

এটি লিখেছেন তানভীর হোসেন প্রবাল ও শারমীন হায়াত দীপা। নির্মাতা বলেন, ‘এখনকার প্রজন্ম ইন্টারনেট ছাড়া কোনোকিছুই কল্পনা করতে পারে না।

আমাদের চলমান জীবন এমন হয়ে গেছে, আমরা কয়েকজন হয়তো কোথাও নিমন্ত্রিত হয়ে কিংবা পরিচিত কয়েকজন পাশাপাশি বসে আছি; কিন্তু আমরা গল্প না করে সবাই যার যার মোবাইল নিয়ে ব্যস্ত থাকি।

তো হঠাৎ যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় কেমন হতে পারে আমাদের জীবন, সেই ভাবনা থেকেই এ নাটকের গল্প।’ নাটকে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, উর্মিলা, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

কোন চ্যানেলে নাটকটি প্রচার হবে সেটি এখনো ঠিক করা হয়নি।

Development by: webnewsdesign.com