ইউক্রেন নিয়ে পুতিনের সঙ্গে আলাপ অস্বীকার ইলন মাস্কের

বুধবার, ১২ অক্টোবর ২০২২ | ৪:৩৭ অপরাহ্ণ

ইউক্রেন নিয়ে পুতিনের সঙ্গে আলাপ অস্বীকার ইলন মাস্কের
apps

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। রিপোর্ট বের হয়েছে, টুইটারে পোল পোস্ট করার পূর্বে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তবে ইলন মাস্ক এই অভিযোগ অস্বীকার করেছেন।

বিবিসির খবর অনুসারে, ইউরেশিয়া গ্রুপ পলিটিক্যাল রিস্ক কনসালটেন্সির প্রধান ইয়ান ব্রেমার বলেছেন, ইলন মাস্ক ব্যক্তিগতভাবে তাকে পুতিনের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়েছেন। যদিও টেসলার প্রধান নির্বাহী বিষয়টি এখন অস্বীকার করছেন।

ইলন মাস্ক এই টুইট বার্তায় বলেন, ‘আমি পুতিনের সঙ্গে মাত্র একবার কথা বলেছি সেটা ১৮ মাস আগে। সেই আলাপের বিষয় ছিল মহাকাশ।’ গত সপ্তাহে নিজের ১০ কোটি ৭০ লাখ অনুসারীকে ইলন মাস্ক ইউক্রেনের যুদ্ধ সমাধান নিয়ে তার খোলা পোলে ভোট প্রদান করতে বলেন। পোলের বিষয়বস্তু ছিল– রুশ ফেডারেশনে সম্প্রতি যুক্তকরা ইউক্রেনের চার অঞ্চলে স্বাধীন ভোটাভুটির আয়োজন করা।

ভোটে সংখ্যাগরিষ্ঠ মতামত রাশিয়ার পক্ষে গেলে অঞ্চলগুলা রাশিয়া নিয়ন্ত্রণ করবে আর ইউক্রেনের পক্ষে গেলে রাশিয়া সেনা প্রত্যাহার করবে। মস্কো ইলন মাস্কের এই পোলকে স্বাগত জানায়। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোলের সমালোচনা করেন।

Development by: webnewsdesign.com