আয়না দেখলে এই দোয়া পড়া ভাল

শনিবার, ০৭ নভেম্বর ২০২০ | ৫:৩২ অপরাহ্ণ

আয়না দেখলে এই দোয়া পড়া ভাল
apps

উচ্চারণ : আল্লাহুম্মা আহসানতা খলকি, ফাহাসসিন খুলুকি।অর্থ : হে আল্লাহ! তুমি আমার দৈহিক গঠন সুন্দর করেছ, আমার স্বভাব-চরিত্রও সুন্দর করে দাও।
উপকার : উম্মে দারদা (রা.) থেকে বর্ণিত, এক রাতে আবু দারদা (রা.) নামাজ পড়তে দাঁড়ালেন। তিনি কাঁদতে কাঁদতে এই দোয়া পড়তে লাগলেন। এই অবস্থায় তিনি ভোরে উপনীত হলেন। আমি বললাম, হে আবু দারদা! কাল সারা রাত ধরে আপনার দোয়া ছিল সুন্দর স্বভাব-চরিত্র সম্পর্কে। তিনি বলেন, হে উম্মু দারদা! মুসলিম বান্দা তার স্বভাব-চরিত্র সুন্দর করতে থাকে, শেষ পর্যন্ত সুন্দর স্বভাব-চরিত্র তাকে বেহেশতে প্রবেশ করায়। আবার যে তার স্বভাব-চরিত্র খারাপ করতে থাকে। শেষ পর্যন্ত তা তাকে জাহান্নামে প্রবেশ করায়। (আদাবুল মুফরাদ, হাদিস : ২৯০)

উল্লেখ্য, হাদিসে আয়না দেখার কোনো বিষয় আলোচনা না হলেও পূর্ববর্তী আলেমরা আয়না দেখলে এই দোয়া পড়তেন। এতে একদিকে যেমন আল্লাহর সুন্দর সৃষ্টির শুকরিয়া হয়, তেমনি অহংকার দূর হয়ে যায়।

Development by: webnewsdesign.com