আমেরিকা ক্ষুব্ধ

বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | ২:৪৬ অপরাহ্ণ

আমেরিকা ক্ষুব্ধ
apps

ওমান সাগর ও ভারত মহাসাগরে তার দেশের সঙ্গে রাশিয়া এবং চীনের ত্রিদেশীয় যৌথ নৌমহড়ায় ক্ষুব্ধ হয়েছে আমেরিকা। তিনি মঙ্গলবার তেহরানে এক বক্তৃতায় বলেন, “এ ধরনের মহড়ার আয়োজন করা সহজ কাজ নয় এবং এ কারণেই তা বিশ্বের আগ্রাসী শক্তিকে ক্ষুব্ধ করে তুলেছে। দুটি বৃহৎ শক্তি চীন ও রাশিয়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়ার কারণেই সাম্রাজ্যবাদী আমেরিকা ক্ষুব্ধ হয়েছে।”রানের প্রেসিডেন্ট বলেন, শুধু আমেরিকা নয় সেইসঙ্গে আমেরিকার পদলেহী আঞ্চলিক দেশগুলিও এ মহড়াকে মেনে নিতে পারছে না।

ওমান সাগর ও ভারত মহাসগারের উত্তর অংশের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় গত শুক্রবার থেকে তিনদিনব্যাপী নৌমহড়া চালায় ইরান, রাশিয়া ও চীন। একই অঞ্চলের পানিসীমা রক্ষার লক্ষ্যে আমেরিকা যখন একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তখন এ মহড়া চালাল ইরান, রাশিয়া ও চীন। শত্রু বাহিনীর ওপর হামলা, সমুদ্রে উদ্ধার ও ত্রাণ তৎপরতা, সাগরে দুর্ঘটনার শিকার জাহাজের অগ্নি নির্বাপন এবং জলদস্যুদের প্রতিহত করার কৌশল রপ্ত করা ছিল তিন দিনব্যাপী এ মহড়ার প্রধান কয়েকটি লক্ষ্য। এ খবর দিয়েছে পার্সটুডে।

এ ছাড়া, এ মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী পরস্পরের অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ পেয়েছে। ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি রোববার যৌথ মহড়া শেষে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, তিন দেশের যৌথ নৌমহড়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং প্রতিটি পর্ব সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।

Development by: webnewsdesign.com