আফ্রিকায় ১ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: গুরুতর আহত ২

সোমবার, ২৬ অক্টোবর ২০২০ | ১০:১৮ অপরাহ্ণ

আফ্রিকায় ১ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: গুরুতর আহত ২
apps

সড়ক দুর্ঘটনায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আভিযানিক দায়িত্বে নিয়োজিত একজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দু’জন।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, শান্তিরক্ষীদের একটি বিশেষায়িত দল গত ২৫ অক্টোবর কাগা বন্দর থেকে বাঙ্গুই যাত্রা করে। যাত্রাপথে ডেলে নামক এলাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজের সংযোগ সড়ক পিচ্ছিল এবং কর্দমাক্ত থাকায় তাদের বহনকারী ওয়াটার বাউজার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং এর সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে পাশ্ববর্তী ২০-২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

ওই দুর্ঘটনায় চালক, সেনা নং ১৮১১৭৫৭ ল্যান্স কর্পোরাল (ড্রাইভার) মো, আব্দুল্লাহ আল মামুন, এএসসি (৩৬), গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এছাড়া ওই দুর্ঘটনায় সেনা নম্বর ১২২৪৫৪২ সার্জেন্ট মো. আব্দুস সামাদ, আর্টিলারি (৩৫) এবং সেনা নম্বর ৪৫০৮৩৭২ সৈনিক মোকলেছুর রহমান, বীর (৩১) গুরুতর আহত হন। বর্তমানে তারা রাজধানী বাঙ্গুইয়ে অবস্থিত জাতিসংঘের লেভেল-২ হাসপাতালে নিবীড় পর্যবেক্ষণে আছেন। শীঘ্রই উন্নত চিকিৎসার জন্য তাদেরকে উগান্ডায় পাঠানো হবে। সেখানে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।

Development by: webnewsdesign.com